Bengali | Press Trust of India | Wednesday July 31, 2019
সাধারণ মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে “দিদিকে বলো”(DidiKeBolo) হেল্পলাইন চালু করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দল এবং নেতা কর্মীদের প্রতি সাধারণ মানুষের অভিযোগের পাশাপাশি বিভিন্ন দাবিদাওয়াও তুলে ধরা যাবে ওই হেল্পলাইনের মাধ্যমে। বুধবার তৃণমূল (TMC) সূত্রে জানানো হয়েছে, প্রথম দুদিনেই “দিদিকে বলো” (DidiKeBolo) হেল্পলাইনে দু লক্ষেরও বেশী ফোন এসেছে। দলীয় সূত্রে জানানো হয়েছে, সোমবার হেল্পলাইন চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত মোট দুলক্ষ ফোন কল এসেছে, তারমধ্যে প্রায় এক লক্ষ ফোন কলে সাধারণ মানুষ ভয়েস কলের সমস্যাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত দিয়েছেন।
www.ndtv.com/bengali