Bengali | Edited by Indrani Halder | Wednesday May 20, 2020
অত্যন্ত দ্রুতগতিতে পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে মারাত্মক ঘূর্ণিঝড় আমফান। সর্বশেষ খবর অনুযায়ী ওই "সুপার সাইক্লোন" (Cyclone Amphan) বর্তমানে দিঘা থেকে আর ১৫০ কিমি দূরে এবং কলকাতা থেকে ২৬০ কিমি দূরে রয়েছে। ইতিমধ্যেই ওই ঘূর্ণিঝড়ের জেরে এরাজ্যের (West Bengal) বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে, সেই সঙ্গে বইছে তীব্র ঝোড়ো হাওয়া। দিঘার সমুদ্রে মারাত্মক জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে আমফানের প্রভাবে। সমুদ্র সৈকতের (Digha Beach) উপর আছড়ে পড়ছে বিশালাকায় ঢেউ। যে ৭ টি জেলায় আমফানের দাপট দেখানোর সম্ভাবনা তার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা অন্যতম।
www.ndtv.com/bengali