Bengali | Edited by Indrani Halder | Thursday March 12, 2020
দেশের মধ্যে এই প্রথম কলকাতায় অবস্থিত পোস্ট অফিস থেকেই ডিজিটাল লকার পরিষেবা চালু করলো ভারতীয় ডাকঘর (India Post)। বৃহস্পতিবার থেকেই সম্পূর্ণ বিনামূল্যে এই ডিজিটাল পার্সেল লকার পরিষেবা চালু হয়েছে যাতে গ্রাহকরা তাদের সুবিধা মতো নির্দিষ্ট ডাকঘর থেকে তাঁদের পার্সেলে আসা বিভিন্ন দ্রব্য সংগ্রহে সক্ষম হন। আপাতত কলকাতার (Kolkata) দুটি ডাকঘরে এই সুবিধা (Digital Parcel Locker) মিলবে, একটি হল সল্টলেক সেক্টর ফাইভের নবদিগন্ত আইটি পোস্ট অফিস, অন্যটি হল নিউ টাউন পোস্ট অফিস।
www.ndtv.com/bengali