Bengali | Edited by Indrani Halder | Wednesday March 11, 2020
দলের সঙ্গে মতানৈক্যের কারণেই বিজেপিতে যোগ দিতে চলেছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, এই বিষয়টি মানতে নারাজ পোড় খাওয়া কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং (Digvijaya Singh)। মঙ্গলবার নাটকীয় ভাবে কংগ্রেস ছাড়ার ঘোষণা করেন জ্যোতিরাদিত্য (Jyotiraditya Scindia), কংগ্রেস থেকে পদত্যাগ করার ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধির উদ্দেশে একটি চিঠিতে তিনি লেখেন, "এখন আমার এগিয়ে যাওয়ার সময় এসেছে"। জানা গেছে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বেশ কিছুদিন ধরেই কংগ্রেস (Congress) নেতৃত্বের প্রতি অসন্তুষ্ট ছিলেন। একসময় গান্ধি পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ ওই নেতা, মধ্যপ্রদেশ বিধানসভায় (Madhya Pradesh Crisis) কংগ্রেসের অপ্রত্যাশিত জয়ে উল্লেখযোগ্য অবদান রাখেন।
www.ndtv.com/bengali