Bengali | Edited by Indrani Halder | Friday May 29, 2020
করোনার (Coronavirus) চোখরাঙানি এড়িয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর প্রয়াস হিসাবে ২৫ মে থেকেই দেশের অভ্যন্তরে বিমান পরিষেবা (Domestic Flights) শুরু হয়েছে। তবে ঘূর্ণিঝড় আমফানে বিধ্বস্ত পশ্চিমবঙ্গের কলকাতা এবং বাগডোগরা বিমানবন্দরে ২৮ মে থেকে শুরু হয় বিমান চলাচল। দেশের উড়ানগুলোতে প্রতিদিনই সওয়ার হয়েছেন বেশ বড় সংখ্যক যাত্রী। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরি এক পরিসংখ্যান তুলে ধরে জানিয়েছেন যে, শুধুমাত্র বৃহস্পতিবার বিকেল ৫ টা পর্যন্ত সারা দেশে মোট ৩৬৭ টি দেশীয় বিমান চলাচল করেছে, এবং বিমানগুলো সবমিলিয়ে মোট ৩০,১৩৬ জন যাত্রী পরিবহণ করেছে।
www.ndtv.com/bengali