Bengali | Press Trust of India | Tuesday May 21, 2019
Cyclone Fani: গত ৩ মে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় ফণী (Fani)। তার দাপটে পর্যুদস্ত ওড়িশা। বিশেষত উপকূলবর্তী এলাকাগুলিতে জনজীবন এখনও বিপর্যস্ত। পিটিআই সূত্রে জানা যাচ্ছে, ক্ষতির পরিমাণ প্রায় ১২০০০ কোটি টাকা। এই পরিস্থিতিতে ওড়িশা সরকারের পক্ষ থেকে বিদেশি ও প্রবাসী ভারতীয়দের থেকে অনুদান প্রত্যাশা করা হচ্ছে। ওড়িশা সরকারের (#Odisha Chief Minister) পক্ষ থেকে এ ব্যাপারে সোমবার টুইট করা হয়েছে। জানানো হয়েছে, জাতীয় বিদেশি, ভারতীয় বংশোদ্ভূত, প্রবাসী ভারতীয়রা cmrfodisha.gov.in/donation/onlinedonation.php. এখানে গিয়ে তাঁদের অনুদান দিতে পারবেন। ওড়িশা সরকারের তরফে জানানো হয়েছে— ‘আপনাদের অবদান বহু জীবনকে রক্ষা করতে পারবে এবং ওই রাজ্যকেও।’
www.ndtv.com/bengali