Bengali | Edited by Indrani Halder | Wednesday December 4, 2019
চেন্নাইয়ের এক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বিক্রম ল্যান্ডারের সন্ধান পেতে সাহায্য করেছেন, নাসার এই বিবৃতিতে যখন দেশ তথা গোটা বিশ্বে শোরগোল পড়ে গেছে, ঠিক সেই সময় একেবারে উল্টোপুরান শোনা গেল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO) প্রধানের মুখে। ইসরো প্রধান ডঃ কে সিভান (Dr K Sivan) বলেন, মহাকাশ সংস্থার নিজস্ব অরবিটার তার আগেই চন্দ্রযান ২ (Chandrayaan-2) -এর ল্যান্ডার বিক্রমকে (Vikram Lander) খুঁজে পেয়েছিল।
www.ndtv.com/bengali