Bengali | Edited by Indrani Halder | Saturday April 4, 2020
এক ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসকের যুক্তির কাছে হার মানতে বাধ্য হল ব্রিটিশ সরকার (British Government)। ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক ডঃ নিশান্ত জোশী ব্রিটেনের হাসপাতালগুলোতে করোনা ভাইরাসজনিত (Coronavirus) চিকিৎসার জন্যে চিকিৎসকদের হাতে আরও ভাল ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই কিট) তুলে দেওয়া উচিত বলে জোরদার প্রচার চালান। এরপরেই ব্রিটিশ সরকার চিকিৎসকদের (Coronavirus In Britain) সুরক্ষার জন্যে সার্জিক্যাল মাস্ক দেওয়ারটা বাধ্যতামূলক ঘোষণা করে। যেভাবে ব্রিটিশ সরকার গুরুত্ব বুঝে করোনা সংক্রান্ত গাইডলাইনে পরিবর্তন এনেছেন তাতে সরকারের তারিফ করেন ওই চিকিৎসক (Indian Orijin Doctor)।
www.ndtv.com/bengali