Bengali | Reuters | Wednesday July 25, 2018
দর্শকদের সেটি একদম ভাল লাগেনি। উল্টে কারও কারও মনে হয়েছে দারিদ্র্যকে নিয়ে তামাশা করেছেন চিত্রগ্রাহক। বিতর্ক বাড়তেই অবশ্য ক্ষমা চেয়ে নিয়েছেন মামো। তবে তাঁর দাবি ভারতকে বা এদেশের মানুষকে অস্মমান করতে তিনি কিছু করেননি। পশ্চিম দুনিয়ার বহু মানুষ খাবার নষ্ট করেন। সেই প্রবণতা যাতে কমানো যায় তার জন্যই এমন ছবি তুলেছেন। বোঝাতে চেয়েছিলেন এমন অনেক মানুষ আছেন যাঁদের দুবেলা দুমুঠো খাবার জোটে না।
www.ndtv.com/bengali