Bengali | Edited by Indrani Halder | Saturday March 28, 2020
আতঙ্ককে আরও একধাপ বাড়িয়ে কেরলেও মৃত্যু হল এক করোনা (Coronavirus) আক্রান্তের। এতদিন পর্যন্ত সেই রাজ্যে বেশ বড় সংখ্যক মানুষ ওই মারণ ভাইরাসে আক্রান্ত হলেও প্রাণহানি ঘটেনি কারোরই। কিন্তু এবার দক্ষিণের রাজ্যেও মৃত্যুদূত করোনার থাবা প্রাণ কাড়ল ৬৯ বছরের এক ব্যক্তির। এই প্রথম কেরলে মৃত্যু হল কোনও করোনা আক্রান্তের। ফলে ভয়ের ঠান্ডা স্রোত এখন কেরলবাসীর (Kerala) মেরুদণ্ড দিয়ে নামছে। জানা গেছে, কিছুদিন আগে ওই ব্যক্তি সৌদি আরবের দুবাই (Dubai) থেকে দেশে ফেরেন। তারপরেই তাঁর শরীরে করোনা সংক্রমণের লক্ষণ দেখা দেওয়ায় গত ২২ মার্চ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এর পাশাপাশি হার্টের সমস্যাও ছিল তাঁর। উচ্চ রক্তচাপেও ভুগছিলেন তিনি। কিছুদিন আগে তাঁর বাইপাস সার্জারিও হয় বলে জানা গেছে। ফলে সব মিলিয়ে জটিল ছিল তাঁর অবস্থা। কেরলের এর্নাকুলামের বাসিন্দা এই রোগী শনিবার সকাল আটটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
www.ndtv.com/bengali