Bengali | Edited by Indrani Halder | Friday January 17, 2020
নিজের না খেয়ে অন্যকে খাওয়ানো, পৃথিবীর সবচেয়ে উন্নত বলে দাবি করা মানুষদের মধ্যে ক'জন পারেন বলুন তো এমন আত্মত্যাগ করতে? কিন্তু অবলীলায় সেই কাজই করে দেখাচ্ছে একটি হাঁস। আজকাল সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও, যেখানে (Viral Video) দেখা যাচ্ছে মাছেদের খাইয়ে দিচ্ছে একটি হাঁস। ভারতীয় বন দফতরের আধিকারিক প্রবীণ কাসওয়ান টুইটারে (Twitter) একটি ৩২-সেকেন্ডের ভিডিও শেয়ার করেছেন। ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে পুকুর পাড়ে একটি ট্রে রাখা রয়েছে, যাতে হাস-মুরগিদের খাওয়ার মতো শস্যদানা ভরা। এই পর্যন্ত তো সব ঠিক ছিল। তারপরে যা দেখা গেল তা দেখে অনেকেই থ হয়ে যাবেন। ভিডিওতে দেখা যাচ্ছে একটি হাঁস ওই ট্রে-তে রাখা তার খাবার ঠোঁটে করে তুলে খাইয়ে দিচ্ছে পুকুরের মধ্যে থাকা মাছগুলিকে। দেখে মনে হবে মা যেন অতি যত্নে তার সন্তানকে খাওয়াচ্ছে। শস্যদানাগুলি থেকে নিজের চ্যাপ্টা ঠোঁটে কিছু দানা তুলছে হাঁসটি, তারপর পুকুরের জলের ধার ঘেঁষে অপেক্ষায় থাকা মাছগুলিকে বড় যত্নে খাইয়ে (Duck Feeds Grains To Fish) দিচ্ছে সেগুলো। এই ভিডিও দেখলে আপনার মন এক আশ্চর্য ভাললাগায় ভরে যাবে।
www.ndtv.com/bengali