Bengali | NDTV News Desk | Thursday November 1, 2018
দেশে ব্যবসার অনুকূল পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে বিশ্বব্যাঙ্কের এই বিশেষ তালিকায় ভারতের উত্তরণ বাকি বিশ্বের নজরে মোদী সরকারের সাফল্যের পরিচায়ক হবে বলেই মনে করছে ওয়াকিবহালমহল। গত বছর ভারত এই স্থানে ত্রিশ ধাপ উঠে এসে প্রথম একশোর মধ্যে পৌঁছে যায়। 2014 সালে এনডিএ সরকার ক্ষমতায় আসার সময় ভারত এই তালিকাটিতে 142-তম স্থানে ছিল। "আমরা যে মাপের উন্নতি করেছি, তা সম্ভবত এই তালিকার ইতিহাসে সবথেকে উল্লেখযোগ্য উত্তরণ", বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
www.ndtv.com/bengali