Bengali | Edited by Joydeep Sen | Saturday February 29, 2020
রাজ্যের রাজধানী শিলং থেকে ৯০কিমি দূরে এই পূর্ব খাসি পার্বত্য এলাকা। সেই এলাকার শেলা জনপথ এই সংঘর্ষের উৎপত্তিস্থল। সেই এলাকায় শনিবার থেকে কার্ফু জারি করেছে প্রশাসন। পাশাপাশি শিলংয়ে বিক্ষিপ্তভাবে জারি রয়েছে কার্ফু। শুক্রবারের ঘটনার সেই আঁচ প্রায় ১০০ কিমি দূরে পর্যটক-বান্ধব শিলংয়ে এসে পড়ে।
www.ndtv.com/bengali