Bengali | Edited by Indrani Halder | Thursday June 18, 2020
গালওয়ান উপত্যকা (Galwan Valley) নিয়ে চিন যে দাবি করছে তা "অতিরঞ্জিত এবং অসমর্থনযোগ্য", স্পষ্ট করে জানিয়ে দিল ভারত। মোদি সরকার বলেছে, সীমান্ত সমস্যা (Eastern Ladakh) সমাধানের লক্ষ্যে গত ৬ জুন যে বৈঠক হয়, তাতে ভারত ও চিনের সামরিক কর্তারা যে সমঝোতায় পৌঁছেছিল, চিনের এই দাবি পুরোপুরি তার বিরোধী। সোমবার ভারত ও চিনের সেনাদের (India China Ladakh) মধ্যে সংঘর্ষের জেরে ২০ জন ভারতীয় সেনা আত্মবলিদান দিয়েছেন।
www.ndtv.com/bengali