Bengali | Edited by Indrani Halder | Friday March 6, 2020
সাম্প্রদায়িক সমস্যা, অর্থনৈতিক মন্দা এবং বিশ্ব স্বাস্থ্য মহামারীর প্রকোপ, বর্তমানে এই ত্রিমুখী সমস্যায় জর্জরিত মোদির ভারত, এমনভাবেই বর্তমান কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী মোদিকে (Narendra Modi) বিঁধলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। "কেবল কথায় নয়, কাজের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গোটা জাতিকে বোঝানো উচিত আমরা বর্তমানে যে বিপদের মুখোমুখি হয়েছি সে সম্পর্কে তিনি সচেতন। পাশাপাশি তিনি সাধ্য মতো দেশকে এই পরিস্থিতির সঙ্গে যুঝতে সাহায্য করবেন এ ব্যাপারেও দেশের মানুষকে আশ্বস্ত করা উচিত তাঁর", দ্য হিন্দু পত্রিকায় দেশের বর্তমান প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়ে লেখেন প্রাক্তন (Manmohan Singh)। দেশ এই মুহূর্তে একটি "ভয়াবহ ও কঠিন" পরিস্থিতি মধ্যে দিয়ে যাচ্ছে বলেও বর্ণনা করেন প্রবীণ ওই কংগ্রেস নেতা। দেশের আর্থিক পরিস্থিতি (Economy) নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মনমোহন সিং।
www.ndtv.com/bengali