Bengali | Edited by Indrani Halder | Saturday February 15, 2020
শনিবার সকালে পুনে বিমানবন্দরের (Pune Airport Runway) সব সিগন্যাল মেনে ২২২ কিলোমিটারেরও বেশি গতিবেগে ওড়ার জন্যে রানওয়ে দিয়ে ছুটছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান, সবই ঠিকঠাক ছিল, হঠাৎই ঘটল অঘটন। ওই বিমানের (Air India) পাইলট দেখতে পান রানওয়েতে জিপ সমেত (Jeep on Pune Runway) চলে এসেছেন এক ব্যক্তি, সঙ্গে সঙ্গে কোনওক্রমে বিমানের গতি বাড়িয়ে রানওয়ের নির্ধারিত পথ অতিক্রম না করেই আকাশে উড়িয়ে দেন বিমানটি। তাতে শেষরক্ষা হলেও, হঠাৎ করে বিমানটি রানওয়েতে প্রচণ্ড জোরে ঝাঁকুনি দিয়ে আকাশে ওড়ায় তার পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয় (Air India Plane Damaged) এবং ভেঙে যায় তার ফিউজলেজ। যদিও পরে দিল্লি বিমানবন্দরে নিরাপদেই অবতরণ করে সেটি।
www.ndtv.com/bengali