Bengali | Rajit Das | Wednesday August 28, 2019
এর আগে পৌরাণিক কাহিনির সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক গড়ে বিতর্ক বাড়িয়েছিলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক (Education Minister Ramesh Pokhriyal Nishank)। ফের তাঁর মন্তব্যে বিভ্রান্তি। আইআইটি খড়গপুরে (IIT Kharagpur) কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী বলেন, ‘রাম সেতু (Ram Setu) গড়েছেন ভারতীয় ইঞ্জিনিয়াররা।' আইআইটির সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে কেন্দ্রীয়মন্ত্রী। সেখানেই তিনি বলে বসেন, ‘যদি রাম সেতুর কথা বলি, এটা কোনও আমেরিকা, ব্রিটেন বা জার্মানির ইঞ্জিনিয়াররা বানাননি। এটা আমাদের ইঞ্জিনিয়াররা বানিয়েছিলেন। যা দেখে গোটা পৃথিবীই আশ্চর্য হয়ে যায়।'
www.ndtv.com/bengali