Bengali | Press Trust of India | Wednesday July 10, 2019
রাজ্যে ফের হাতির মৃত্যু (Elephants death)। বুধবার ঝাড়গ্রামে (Jhargram) উচ্চশক্তি সম্পন্ন বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসায় মর্মান্তিক মৃত্যু হল ৩টি হাতির । কিছুদিন আগেই জলপাইগুড়িতে এলিফ্যান্ট করিডোরে চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ১টি পূর্ণবয়স্ক হাতির(Elephants death)। সেই রেশ কাটতে না কাটতেই এবার বিদ্যুতের তারের সংস্পর্শে এসে প্রাণ হারাল ৩টি হাতি। ঝাড়গ্রাম বনদফতরের আধিকারিক বাসবরাজ জানিয়েছেন, ২০টি হাতির একটি দল বিনপুর থানার এলাকার অধীনস্থ সাতবাকি দিয়ে যাচ্ছিল, সেই সময়েই হাই-টেনশন তারের সংস্পর্শে আসে ওই হাতি ৩টি। ভোররাতের দিকে ওই এলাকায় হাতি ৩টিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় গ্রামবাসীরা। তারপরেই তাঁরা ওই হাতি-মৃত্যুর খবর বন দফতরের আধিকারিকদের জানান।
www.ndtv.com/bengali