Bengali | Edited by Joydeep Sen | Friday January 31, 2020
ইয়াহু নিউজের খবর, ঘটনাস্থলে গিয়ে বন দফতরের কর্মীরা বুজে যাওয়া সেই কুয়ো তিনটি পাম্পের সাহায্যে জলভর্তি করেন। এর ফলে জলের চাপে ধীরে ধীরে ওপরে ভেসে ওঠে সেই হাতি। ওপরের দিকে কাঠের তক্তা দিয়ে আগে থেকেই তৈরি করা ছিল র্যাম্প। সেই র্যাম্প বেয়ে এরপর কুয়োর বাইরে বেড়িয়ে আসে সেই হাতি।
www.ndtv.com/bengali