Bengali | NDTV | Thursday May 30, 2019
আজ সকালে ব্যবসায়ী রবার্ট বঢরাকে (Robert Vadra) গাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির (ED) অফিসে পৌঁছে দিলেন তাঁর স্ত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Vadra)। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে এদিন ওই সংস্থায় আসতে বলা হয়। রবার্টের বিরুদ্ধে ওঠা বেআইনি সম্পত্তি কেনাবেচার অভিযোগ নিয়ে তদন্ত করছে ইডি। এদিন সকালে রবার্ট জানান, এ পর্যন্ত তাঁকে ৭০ ঘণ্টা জেরা করেছে ইডি। তাঁর বিরুদ্ধে বেআইনি জমি কেনাবেচার অভিযোগ ছাড়াও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। আজ যে কেসটির জন্য তাঁকে ডাকা হয়েছে সেটি হল, লন্ডন, দুবাই, রাজস্থান এবং দেশের রাজধানীতে নানা সম্পত্তি ক্রয় সংক্রান্ত ব্যাপারে।
‘‘এখনও পর্যন্ত আমাকে ১১ বারে প্রায় ৭০ ঘণ্টার মতো সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ভবিষ্যতেও আমি সহযোগিতা করব। যতদিন না আমার নাম সব মিথ্যে অভিযোগ থেকে মুছে যায়।’’ আজ সকালে রবার্ট একটি ফেসবুক পোস্টে এ কথা লেখেন। পোস্টের সঙ্গে একটি ছবিও রয়েছে। যেখানে তাঁর স্ত্রীর পিতামহ জওহরলাল নেহরুর একটি ছোট ছবিও দৃশ্যমান।
www.ndtv.com/bengali