Bengali | Edited by Indrani Halder | Friday January 31, 2020
ইউরোপীয় সংসদে ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) লাগু নিয়ে বিরোধী প্রস্তাব উত্থাপন হলেও শেষ পর্যন্ত তা নিয়ে ভোটাভুটি না করারই সিদ্ধান্ত নিল তাঁরা। আর এই সিদ্ধান্তকেই নিজেদের "কূটনৈতিক জয়" হিসাবে দেখছে মোদি সরকার। এর আগে ইউরোপীয় ইউনিয়নের ৭৫১ জন সদস্যের মধ্যে ৫৬০ জন সাংসদ সংশোধিত নাগরিকত্ব আইন (Citizenship Amendment Act) এবং জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে ৬টি বিরোধী প্রস্তাব পেশ করেন। সংশোধিত নাগরিকত্ব আইনকে "বৈষম্যমূলক ও বিপজ্জনকভাবে বিভেদমূলক" বলে প্রস্তাব পেশ হয় ইউরোপীয় ইউনিয়নের সংসদে ((EU Parliament on CAA), সেই বিষয়েই বুধবার দিনভর তর্ক-বিতর্কের পর বৃহস্পতিবার এ বিষয়ে ভোটাভুটি হওয়ার কথা ছিল। কিন্তু এই মুহূর্তে সেই ভোটাভুটি থেকে পিছিয়ে এল ইউরোপীয় সংসদ। তবে "জাতীয়তাবাদের নামে দেশে ধর্মীয় অসহিষ্ণুতা ও মুসলমানদের প্রতি বৈষম্য বাড়ছে", এই বলে ভারতকে সতর্ক করেছে ইইউ সংসদ (European Parliament)।
www.ndtv.com/bengali