Bengali | NDTV | Wednesday May 22, 2019
রাষ্ট্রীয় জনতা দল নেতা তেজস্বী যাদব ইভিএম (EVMs)-এর পরিবহন ও সংরক্ষণ নিয়ে আক্রমণ করলেন নির্বাচন কমিশনকে (Election Commission)। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি তিনি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে, বাচ্চারা ইভিএম ভরা বাক্স বয়ে নিয়ে যাচ্ছে। এছাড়াও অনবন্ধীকৃত গাড়িতে ওই বাক্স নিয়ে যাওয়ার জন্যও তিনি কমিশনের সমালোচনা করেছেন বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী। টুইটারে হিন্দিতে তেজস্বী যাদব লেখেন— ‘বিহারে ইভিএম নিয়ে যেতে শিশু শ্রমিকদের ব্যবহার করা হচ্ছে।’ সেই সঙ্গে তিনি আরও লেখেন— ‘ভোটযন্ত্রগুলিকে অনিবন্ধীকৃত গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে যা আইনের পরিপন্থী।’ তিনি আরও লেখেন— ‘ইভিএমগুলিকে মুজাফ্ফরপুরের একটি হোটেলে নিয়ে যাওয়া হয় যেখানে ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।’
www.ndtv.com/bengali