Bengali | Edited by Indrani Halder | Tuesday March 10, 2020
করোনা ভাইরাস কি আক্রমণ করতে পারে দেব-দেবীকেও? সেই বিতর্কে না হয় এখন থাক, বরং দেখা যাক বারাণসীর মন্দিরের পুরোহিত করোনা আতঙ্কে কী করলেন? ভারতে বর্তমানে ওই মারণ ভাইরাসে (Coronavirus in India) আক্রান্ত ৪৭ জন। দেশবাসীকে এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক বা মুখোশ ব্যবহারের পরামর্শ দিচ্ছে সরকার। আর সেই পরামর্শ মেনেই এবার বারাণসীর এক মন্দিরের (Varanasi Temple) পুরোহিত দেবদেবীদের মাস্ক বা মুখোশ (Face Masks For Idols) পরিয়ে দিলেন। পাশাপাশি করোনা সংক্রমণ এড়াতে সতর্কতা স্বরূপ ভক্তদের দেবদেবীর মূর্তি স্পর্শ না করারও অনুরোধ করেন তিনি। "দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। আমরা এই ভাইরাসের (Coronavirus) সম্পর্কে সচেতনতা বাড়াতে বাবা বিশ্বনাথের মুখেও মুখোশ পরিয়ে দিয়েছি। ঠিক যেমন আমরা শীতকালে দেবদেবীর মূর্তিতে গরম জামা পরাই এবং গরম পড়ার পর যেমন দেবদেবীকে ঠান্ডা রাখতে এসি বা পাখা চালাই, ঠিক সেভাবেই আমরা দেবদেবীদের এই মুখোশ পরিয়েছি", বলেন ওই মন্দিরের পুরোহিত কৃষ্ণ আনন্দ পাণ্ডে।
www.ndtv.com/bengali