Bengali | Edited by Indrani Halder | Tuesday January 14, 2020
নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) নিয়ে সারা দেশে যেভাবে বিক্ষোভ-আন্দোলন চলছে তা দেখে অত্যন্ত মর্মাহত মাইক্রোসফটের প্রধান কার্যনির্বাহী আধিকারিক সত্য নাদেলা। তিনি বর্তমানে ভারতে যা পরিস্থিতি (CAA Protests) চলছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সংশোধিত নাগরিকত্ব আইন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে নাদেলা বলেন, 'আমার মনে হয় যা ঘটছে তা দুঃখজনক। এটা অত্যন্ত খারাপ। আমি এমন একজন বাংলাদেশী অভিবাসীকে দেখতে চাই, যিনি ভারতে এসে এ দেশে বসবাস করে সক্রিয় অবদান রাখবেন এবং ইনফোসিসের পরবর্তী সিইও হয়ে উঠবেন'' । মাইক্রোসফটের সিইওর (Satya Nadella) বক্তব্যকে সমর্থন করেছেন বিখ্যাত ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। এভাবেই দেশের আইটি সেক্টরের লোকদের এই আইনের বিরুদ্ধে কথা বলার সাহস দেখাতে হবে বলে জানান তিনি।
www.ndtv.com/bengali