Bengali | Edited by Indrani Halder | Friday February 7, 2020
এই ক্রিম (Fairness Products) মাখলে রাতারাতি ফর্সা হতে পারবেন আপনি বা রোধ করতে পারবেন বার্ধক্য, ওই ওষুধ খেলে এক নিমেষেই বেড়ে যাবে আপনার যৌন ক্ষমতা, এই রকম নানা বিজ্ঞাপনের বাড়বাড়ন্ত এবার বোধহয় বন্ধ হতে চলেছে। কেননা ইতিমধ্যেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এই ধরণের জাদু-প্রতিকারজনিত ওষুধের বিজ্ঞাপনের (Ads for Fairness Products) বিরুদ্ধে (আপত্তিজনক বিজ্ঞাপন আইন, ১৯৫৪) একটি খসড়া সংশোধনীর প্রস্তাব করেছে। ওই খসড়া প্রস্তাবে বলা হয়েছে, এই ধরণের বিজ্ঞাপন দেখালে জন্য ৫ বছরের কারাদণ্ড এবং ৫০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আসলে এখন যে কোনও প্রচার মাধ্যম খুললেই এরকম হরেক বিজ্ঞাপন নজরে আসে যেখানে বলা হয় কোনও কোনও ম্যাজিক ওষুধ যৌন কর্মক্ষমতা বাড়ায়, কোনও ওষুধ আবার ফর্সা করে, মহিলাদের মধ্যে বন্ধ্যাত্ব দূর করে, অকাল বার্ধক্য আটকায়, বা মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে। সরকারি মতে, এই ধরণের ওষুধের কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। অথচ ওই সব আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে প্রভাবিত হন সাধারণ মানুষ, গ্যাঁটের কড়ি খরচা করে কিনে ফেলেন সেই সব ওষুধ বা ক্রিম (Fairness Creams)।
www.ndtv.com/bengali