Bengali | Edited by Anindita Sanyal | Friday May 3, 2019
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৫৪'টি উদ্ধারকারী ও সাহায্যকারী দল উপকূলবর্তী অঞ্চল এবং বন্যাপ্রবণ অঞ্চলগুলিতে সাইক্লোন ‘ফণী'র জন্য আগাম সতর্কতা হিসাবে আগে থেকেই পৌঁছে গেল। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১২'টি দল অন্ধ্রপ্রদেশে, ২'টি দল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে, ২'টি দল ঝাড়খন্ডে, ২'টি দল কেরালাতে, ২৮'টি দল ওড়িশাতে, ২'টি দল তামিলনাড়ুতে এবং ৬'টি দল পশ্চিমবঙ্গে এসে উপস্থিত হয়েছে বলে জানানো হয় একটি বিবৃতিতে। প্রায় ১০ হাজার গ্রাম এবং ৫০'টি শহর এই সাইক্লোনের করাল গ্রাসে পড়তে পারে বলে আশঙ্কা। শুক্রবার রাত সাড়ে ন'টা থেকে শনিবার সন্ধে ৬'টা পর্যন্ত বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর। এছাড়া, বাতিল করা হয়েছে ২০০'র বেশি ট্রেন।
www.ndtv.com/bengali