Bengali | Edited By Debanish Achom | Saturday May 4, 2019
বিগত ২০ বছরে এই উপমহাদেশকে বিপর্যস্ত করে দেওয়ার মতো শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী (Cyclone Fani) ওড়িশায় আট জনের প্রাণ কেড়েছে। গতকাল সকালে ওড়িশায় আছড়ে পড়ার পরে, মাঝরাতে পশ্চিমবঙ্গে প্রবেশ করে এই ঘূর্ণিঝড়, রাজ্যে তেমন প্রভাব অবশ্য ফেলেনি এই ঝড়। তবে বাংলাদেশে ফের শক্তিশালী হয়েছে এই ঝড়। ইতিমধ্যেই ফণীর কবলে পড়ে প্রাণ হারিয়েছেন এই দেশের ১২ জন মানুষ। শুক্রবার বিকেল থেকে কলকাতায় এবং উপকূলেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। আজ দুপুরের আগেই এই ঘূর্ণিঝড়ের কেন্দ্র কলকাতায় আঘাত হানবে বলে জানা যাচ্ছে। এরপর ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে চলে যাবে, বাতাসের গতিও কমে হবে ৯০ কিমি/ঘণ্টা। শুক্রবার ওড়িশা জুড়ে ফণীর গতিবেগ প্রায় ১৮৫ কিলোমিটারে পৌঁছেছিল। রাজ্যের বিপজ্জনক এলাকা থেকে প্রায় ১১ লাখ মানুষকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাজস্থানের একটি সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “আমি ক্ষতিগ্রস্থ জনগণকে আশ্বাস দিচ্ছি যে দেশ ও কেন্দ্র তাদের সাথে রয়েছে।" তিনি আরও জানান, ফণী প্রভাবিত রাজ্যের জন্য আগাম ১০০০ কোটি টাকার তহবিল রাখা রয়েছে। "আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেছেন, “ঘূর্ণিঝড় ফণীর বিষয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী কেশরী নাথ ত্রিপাথীর সঙ্গে কথা বললাম। ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রয়োজনীয় সকল সহায়তা প্রদানের জন্য কেন্দ্র একেবারে প্রস্তুত। ঘূর্ণিঝড় ফণীর মোকাবিলার জন্য বাংলার জনগণের সঙ্গে রয়েছি আমরা।”
www.ndtv.com/bengali