Bengali | Reported by Sunil Prabhu, Edited by Deepshikha Ghosh | Thursday July 11, 2019
বৃহস্পতিবার সংসদে দেশের কৃষকদের দুর্দশা সম্পর্কে রাহুল গান্ধির (Rahul Gandhi) মন্তব্যকেই হাতিয়ার করে পালটা কংগ্রেসের উদ্দেশ্যে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। "কয়েক দশক ধরে দেশে যাঁরা সরকার চালিয়েছে" কৃষকদের সাম্প্রতিক দুর্দশার (Farmers distress) জন্য দায়ী তাঁরাই, কংগ্রেসকে কটাক্ষ রাজনাথের।"আমি কেরালার কৃষকদের ভয়ানক দুর্দশার দিকে সরকারের মনোযোগ আকর্ষণ করতে চাই। সংসদকে এই খবর জানাতে আমার খারাপ লাগছে যে গতকালই, ওয়ানাডের এক কৃষক ক্রমবর্ধমান ঋণের চাপে আত্মহত্যা (Wanad farmer suicide) করেছেন"গত লোকসভা নির্বাচনে যে কেন্দ্র থেকে তিনি জয়লাভ করেছেন সেই ওয়ানাদের কথা তুলে ধরে বলেন রাহুল গান্ধি।
www.ndtv.com/bengali