Bengali | NDTV | Friday November 30, 2018
দেশের রাজধানীতে গিয়ে নিজেদের দাবিগুলির কথা জানানো যাবে এবং সরকারও মন দিয়ে তাঁদের সব সমস্যার কথা শুনে তার সমাধানের জন্য কোনও গুরুত্বপূর্ণ উপায় অবলম্বন করবে, এমন এক আশা নিয়েই গোটা দেশের কয়েক হাজার কৃষক বৃহস্পতিবার দিল্লিতে এসে জড়ো হয়েছেন। তাঁদের আসল দাবি, কৃষিঋণ মকুব এবং ফসলের জন্য ভালো দাম পাওয়া। এই বিশাল মিছিলকে সমর্থন জানিয়েছে বাম সহ দেশের বেশ কয়েকটি কৃষক সংগঠন। পাঁচটি বিভিন্ন জায়গা থেকে ২৫ কিলোমিটার হেঁটে রামলীলা ময়দানের দিকে আসছেন তাঁরা। আজ শুক্রবার তাঁদের লক্ষ্য সংসদ ভবনে যাওয়া। সেই কারণে বিশেষ নিরাপত্তার জন্য ৩,৫০০ পুলিশ সংসদ ভবন চত্বরে মোতায়েন করেছে দিল্লি পুলিশ।
www.ndtv.com/bengali