Bengali | NDTV | Sunday June 17, 2018
আজ গুগল ডুডল নিজেদের হোম পেজ ভিন্ন ভিন্ন রং আর চিহ্ন দিয়ে সাজিয়ে ফাদার্স ডে পালন করলো। সেখানে ডাইনোসরদের পরিবারের মতো একটা চিহ্ন তৈরী করে তারা। এবং অন্যদিকে একটি মানুষ ও তাদের পরিবারের বাবার অনস্বীকার্য যোগদান ফুটে ওঠে সেখানে।
www.ndtv.com/bengali