Bengali | Edited by Indrani Halder | Tuesday April 21, 2020
নয়া এফডিআই নীতি নিয়ে চিনের (China) সমালোচনার জবাব দিল ভারত। দেশের (India) নয়া বিদেশি বিনিয়োগ নীতিটি (FDI Rules) মোটেই ডব্লিউটিও-র চুক্তি লঙ্ঘন করেনি, সাফ জানানো হল বিদেশমন্ত্রকের তরফে। মঙ্গলবার শীর্ষ সরকারি সূত্র জানিয়েছে যে, ভারতে বিনিয়োগ করতে ইচ্ছুক পড়শি দেশগুলোকে এদেশে বিনিয়োগ করার আগে সরকারি অনুমোদন নিতে হবে, নয়া এই নিয়মের মধ্যে কোনও বৈষম্য নেই। এর আগে এক বিবৃতিতে বেইজিং অভিযোগ করে যে, ভারতের সংশোধিত এফডিআই নীতি (Amended FDi rule in India) বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) ঘোষিত নীতির পরিপন্থী ও এটি পুরোটাই "বৈষম্যমূলক"।
www.ndtv.com/bengali