Bengali | Bodhisatwa bhattacharya | Wednesday August 15, 2018
আজ ভারতের বাহাত্তরতম স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বছরের সাধারণ নির্বাচন আগে দেশের প্রধানমন্ত্রী হিসেবে এটিই ছিল তাঁর পঞ্চম তথা শেষ স্বাধীনতা দিবস-ভাষণ। বিশ্বের বৃহত্তম সরকারি তহবিল সমৃদ্ধ স্বাস্থ্য পরিষেবার কথা ঘোষণা করেছেন তিনি। যার নাম- আয়ুষ্মান-ভারত জাতীয় স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। কয়েকটি রাজ্যে আগামী সেপ্টেম্বরের শেষাশেষি এটি জরুরি ভিত্তিতে শুরু করা হবে। আয়ুষ্মান ভারতকে ‘মোদীকেয়ার’ হিসেবেও অভিহিত করা হচ্ছে বলে জানিয়েছে সূত্র। প্রতি পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকা স্বাস্থ্যবীমার মাধ্যমে মোট 10 কোটি দরিদ্র পরিবার এই প্রকল্পের সুবিধা পাবে বলে জানা গিয়েছে। জাতির উদ্দেশে ভাষণে মোদী বলেন, "আমাদের দেশের পুত্র ও কন্যারা হাতে তেরঙা নিয়ে পৌঁছে যাবে মহাকাশে"। তিনি আরও বলেন, "আমাদের কাছে দলের স্বার্থের থেকেও দেশের স্বার্থ সবার আগে"।
www.ndtv.com/bengali