Bengali | Edited by Indrani Halder | Tuesday October 8, 2019
তিনদিনের সফরে মঙ্গলবার ফ্রান্স পৌঁছেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সে দেশে গিয়ে তিনি ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে দীর্ঘ প্রতীক্ষিত ৩৬ টি রাফাল যুদ্ধবিমানের (Rafale fighter jets) মধ্যে প্রথমটি গ্রহণ করবেন। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে ওই যুদ্ধবিমানটির (Rafale) ফান্স থেকে ভারতের মধ্যে হস্তান্তর হবে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর মাধ্যমেই। পরে তিনি ফ্রান্সের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। "বনজৌর প্যারিস! ফ্রান্সে থাকতে পেরে আনন্দিত। এই মহান জাতি ভারতের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার এবং আমাদের এই বিশেষ সম্পর্ক আনুষ্ঠানিক সম্পর্কের ক্ষেত্রের চেয়ে অনেক বেশি এগিয়ে। উভয় দেশের মধ্যে বিদ্যমান কৌশলগত অংশীদারিত্বকে আরও বাড়িয়ে তোলার লক্ষ্যে আমার এই ফ্রান্স সফর" টুইট করেন প্রতিরক্ষামন্ত্রী। পাশাপাশি তিনি (Rajnath Singh) ভারতীয় বায়ুসেনার ৮৭ তম প্রতিষ্ঠীবার্ষিকীতেও শুভেচ্ছা জানিয়েছেন।
www.ndtv.com/bengali