Bengali | NDTV | Sunday May 19, 2019
Lok Sabha Election 2019 Phase 7: সাতটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৯টি আসনে ভোটগ্রহণ। ভোট দেবেন প্রায় ১০ কোটি ১৭ লক্ষ ভোটার। এর মধ্যে কয়েকটি কেন্দ্রের লড়াইকে নিয়ে উত্তেজনার পারদ চরতে শুরু করেছে।উত্তর কলকাতা থেকে বিজেপি প্রার্থী রাহুল সিনহা অভিযোগ করেছেন যে, তাকে তৃণমূলের কর্মীরা আক্রমণ করেছে। যাতে করে একজন বিজেপি কর্মী সহ এক ক্যামেরাম্যান আক্রান্ত হয়েছে। সকাল ১১ টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ৩২% ভোট পড়েছে, এদিকে থেকে বিচার করলে সবচেয়ে পিছনে আছে উত্তর প্রদেশ। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাগ্য পরীক্ষা হচ্ছে আজ। পাশাপাশি বিহারের পাটনা শাহিব এবং পাটলিপুত্র কেন্দ্রের দিকে নজর থাকবে গোটা দেশের। নজর থাকবে পাঞ্জাবের অমৃতসরের দিকে। আর পশ্চিমবঙ্গের ন টি আসন নিয়েও চর্চা হচ্ছে রাজনৈতিক মহলে। শেষ দফায় তৃণমূল এবং বিজেপি মধ্যে কারা এগিয়ে যায় সেটাই দেখার। নির্বাচন কমিশন এবার পশ্চিমবঙ্গে ৩২৪ ধারা লাগু করেছে এই পরিস্থিতিতে হচ্ছে ভোট। ভোট শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই গোলমালের খবর এসেছে। কলকাতা উত্তরে আক্রান্ত হওয়ার দাবি করেছেন বিজেপি প্রার্থী রাহুল সিনহা। তাছাড়া ইসলামপুরে গোলমালের খবর মিলেছে। সেখানে বিধানসভার উপনির্বাচন হচ্ছে। এদিকে যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হজরার অভিযোগ তাঁকে বুথে ঢুকতে বাধা দিয়েছেন তৃণমূল কর্মীরা ।
www.ndtv.com/bengali