Bengali | Edited by Joydeep Sen | Friday May 15, 2020
১৭ মে'র পর লকডাউনের (Lockdown 4.0) ভবিষ্যৎ কী, কীভাবে ধাপে ধাপে তোলা যাবে নিষেধাজ্ঞা? এই প্রশ্নের জবাব চেয়ে রাজ্যের দ্বারস্থ হয়েছিল কেন্দ্র। সেই প্রেক্ষিতে রাজ্যগুলোর তরফে একাধিক সুপারিশ পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকে। সেই তালিকায় রয়েছে বিমান ও মেট্রো পরিষেবা। নন-কন্টেইনমেন্ট জোনে বাণিজ্যিক লেনদেন প্রমুখ। গত মঙ্গলবার আর্থিক প্যাকেজ (Financial Package) ঘোষণার পাশাপাশি প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন বাড়তে পারে লকডাউন মেয়াদ। কিন্তু সবকিছু স্তব্ধ রেখে নয়। তাই কোন কোন ক্ষেত্র ছাড় পেতে পারে; পর্যালোচনা করে রাজ্যগুলোকে রিপোর্ট পাঠাতে বলেছিল প্রধানমন্ত্রীর দফতর (PMO)। সেই মোতাবেক জমা পড়েছে রাজ্যের প্রস্তাব। এদিকে, প্রতিদিন বাড়ছে সংক্রমণ। দেশে এখন মোট সংক্রমিত ৮১ হাজার। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত প্রায় ৪ হাজার। মৃত বেড়ে ২৬৪৯।
www.ndtv.com/bengali