Bengali | Edited by Joydeep Sen | Wednesday February 26, 2020
কোনওরকম ঢিলেমী চলবে না। যাঁদের মুখ থেকে বিদ্বেষমূলক মন্তব্য বেরিয়েছে, প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করতে হবে। বুধবার দুপুরে এভাবেই দিল্লি পুলিশকে সমঝে দিল হাইকোর্ট (Delhi High Court)। এদিনের শুনানিতে যথেষ্ট রাগ প্রকাশ করেছেন দুই বিচারপতির বেঞ্চ। বিদ্বেষমূলক মন্তব্য ছড়ানোর অভিযোগে বিজেপি নেতা কপিল মিশ্র (Kapil Mishra), অনুরাগ ঠাকুর (Anurag Thakur), অভয় বার্মা, ও পরবেশ বার্মার ভিডিও প্রত্যক্ষ করে দিল্লি হাইকোর্ট। সেই ভিডিও দেখেই এদিন ক্ষোভে ফেটে পড়ে আদালত।
www.ndtv.com/bengali