Bengali | Edited by Biswadip Dey | Sunday December 22, 2019
শনিবার নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে (Citizenship Protest) আন্দোলনের সময় উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ফিরোজাবাদের এক কনস্টেবলকে ছুঁতে গিয়েও ব্যর্থ হল বুলেট। অথচ বুলেটপ্রুফকেও ফুটো করে দিয়েছিল তা। কিন্তু শেষ পর্যন্ত ওই কনস্টেবলের পার্সে এসে আটকে যায় বুলেটটি (Wallet Stops Bullet)। এমন আশ্চর্য পরিত্রাণের পর পুলিশ কর্মী বীজেন্দ্র কুমারের মনে হচ্ছে তিনি যেন দ্বিতীয় জীবন পেলেন। তিনি জানাচ্ছেন, ‘‘আমি নলবন্দ অঞ্চলে ডিউটিতে ছিলাম। তখনই কয়েকজন প্রতিবাদী আমাদের উদ্দেশে গুলি চালায়। বুলেটটি আমার পোশাক ভেদ করে আটকে যায় আমার ওয়ালেটে। আমার জ্যাকেটের পকেটে রাখা ছিল ওয়ালেটটি। সেখানে ছিল ৪টি এটিএম কার্ড ও শিব, সাইবাবার কিছু ছবি। মনে হচ্ছে জ্বিতীয় জীবন পেলাম।''
www.ndtv.com/bengali