Bengali | Edited by Indrani Halder | Monday March 30, 2020
কথায় বলে, মাছে-ভাতে বাঙালি। কিন্তু করোনা সংক্রমণ এড়াতে টানা ২১ দিনের যে লকডাউন (Coronavirus Lockdown) পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে তাতে খাবার থালায় মাছের অভাবে বাঙালির প্রায় 'সাজানো বাগান শুকিয়ে গেল'-র মতো অবস্থায়। এই সময় একে তো ঘরের চৌকাঠ পেরোনোর জো নেই। তবু দিনের কোনও একটা সময় যদিও বা হাট-বাজার করার দোহাই দিয়ে বাঙালি ঘর থেকে বেরোচ্ছে, তাতে আবার বাজারে মাছ নেই। এর ঠিক এই পরিস্থিতিতে রাজ্যবাসীর (West Bengal) রোজকার খাবার তালিকায় মাছের পদ পৌঁছে দিতে উদ্যোগী রাজ্য সরকার। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, কলকাতায় বসবাসকারী মানুষজন এবার অনলাইনে (Fish Sold Online) কাঁচা মাছ অর্ডার দিতে পারবেন, আর সেই মাছ পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়।
www.ndtv.com/bengali