Bengali | Press Trust of India | Sunday July 21, 2019
বাংলাদেশ সীমান্ত বরাবর, এ রাজ্য থেকে গরুপাচারের (Cattle Smuggling) সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে, ফলে গবাদি পশু পাচার রুখতে এবার পদক্ষেপ করল বিএসএফ (BSF)। দুই বাংলার সীমান্তে গরু পাচার রুখতে সীমান্ত বেশী জওয়ান মোতায়েন করার পাশাপাশি জলপথে অতিরিক্ত বোট নামানোসহ নানান পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা। বিএসএফের এক পদস্থ আধিকারিক বলেন, “সীমান্ত বরাবর জলপথে কয়েকশো গরু পাচার (Cattle Smuggling) হচ্ছে। আমরা অনেক গরু আটকেছি, যেগুলির গলায় কলা গাছ বেঁধে নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে, যাতে বাংলাদেশ সীমান্তের পাচারাকীররা সহজেই সেগুলি নিয়ে নিতে পারে”। কয়েক সপ্তাহের মধ্যে ১,২০০ গরু এবং মোষ আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিএসএফ আধিকারিকরা। বকরিদের কারণে, প্রতিটি গরু এবং মোষের দাম ৮০,০০০ হাজার থেকে ১ লক্ষ ৪ হাজার টাকায় পৌঁছেছে বলে জানিয়েছেন তাঁরা।
www.ndtv.com/bengali