Bengali | Edited by Joydeep Sen | Monday March 2, 2020
এই প্রসঙ্গে উল্লেখ্য, ২০১৮ সালে ভারতীয় টেলিকম নিয়ন্ত্রণকারী সংস্থা (আইটিআর), মন্ত্রককে এই সুপারিশ করেছিল। সেই সুপারিশে বলা ছিল, অনবোর্ড যাত্রীদের ভারতীয় আকাশসীমায় মোবাইল ও ইন্টারনেট পরিষেবা ব্যবহারের অনুমতি দেওয়া উচিত। অভ্যন্তরীণ পরিষেবা প্রদানকারী বিমানসংস্থাগুলোকে ইন্টারনেট ব্যবহারের অনুমতি দেওয়া ছিল না। এমনকি, আন্তর্জাতিক কোনও উড়ান ভারতীয় আকাশসীমায় ঢুকলে তাদেরও ওয়াই-ফাই পরিষেবা বন্ধ রাখতে হতো। এদিনের ডিজিসিএ'র নিরদেশের পর সেই বাঁধন আলগা হল দাবি বিমানকর্তাদের।
www.ndtv.com/bengali