Bengali | Biswadip Dey | Friday August 23, 2019
১৬ বছর আগে এক ঘর্মাক্ত দিনে Amazon অরণ্যের দক্ষিণ-পূর্ব প্রান্তে বায়ুসেবনের উদ্দেশ্যে বসেছিলাম একটা আধপোড়া কাঠের গুঁড়িতে। আকাশে ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠছিল। জড়ো হচ্ছিল আকাশের কোণে। দূর থেকে কাঠ চেরার শব্দ আসছিল। আমরা জানতামও না, এমন জায়গায় এমন সময়ে এসে হাজির হয়েছি যেখানে আমাজনের অরণ্যকে ধ্বংস করা শুরু হয়েছে। ২০০৩ সালের জুলাই মাসে আমরা উপস্থিত ছিলাম Brazil-এর মাতো গ্রোসোতে। এই সপ্তাহে সেই মুহূর্তটার কথা আবার মনো পড়ে গেল, যখন খবর পাওয়া গেল এবছর আমাজনে রেকর্ড সংখ্যক আগুন লাগার ঘটনা ঘটেছে। শুকনো আবহাওয়া এবং ইচ্ছাকৃত দুই কারণেই আগুন লাগছে।
কুণ্ডলী পাকাতে থাকা ধোঁয়ার মেঘ আরও একবার জমা হয়েছে আকাশে। ক্ষমতায় থাকা দল সরকারি বিজ্ঞানীদের আক্রমণ করছে। ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে উপগ্রহের তোলা ছবির বাস্তবকে। কিন্তু ব্রাজিলের নিজের অতীত থেকে পাওয়া শিক্ষাই তুলে ধরছে এই ধরনের তথ্যের উপকারিতা। এবং এটাই সামনের পথ দেখাতে পারে।
www.ndtv.com/bengali