Bengali | Biswadip Dey | Sunday September 15, 2019
প্লাস্টিক (Plastic) থেকে তৈরি হওয়া দূষণ নিয়ে গোটা পৃথিবী চিন্তিত। এদেশেও কেন্দ্রীয় সরকার পদক্ষেপ করতে চলেছেন প্লাস্টিক দূষণের প্রতিকারে। এই অবস্থায় মেদিনীপুরের (Midnapur) পিরাকাটা রেঞ্জের এক ফরেস্ট রেঞ্জ আধিকারিক সকলকে চমকে দিয়েছেন এক সুন্দর বাগান (Gareden) বানিয়ে। সেই বাগান তৈরি করতে তিনি ব্যবহার করেছেন প্লাস্টিকের বোতল ও রবার টায়ার। পাপন মহান্ত নামের সেই আধিকারিক গত চার বছর ধরে অফিসের কাজের সময় বাদে এই বাগান তৈরিতে মগ্ন ছিলেন। অফিসের চৌহদ্দিতেই তিনি বানিয়ে তুলেছেন এই অভিনব বাগান। তাঁর এহেন আশ্চর্য উদ্যোগ পথ দেখাচ্ছে স্থানীয়দেরও। এলাকার কিছু কিছু স্কুলে এই ধরনের বাগান তৈরি হচ্ছে।
www.ndtv.com/bengali