Bengali | NDTV | Wednesday October 31, 2018
একথা জানিয়ে বুধবার টুইট করেন এই প্রবীন অভিনেতা। তিনি লেখেন বিদেশের কয়েকটি কাজে যুক্ত থাকায় এফটিটিআইয়ের জন্য পর্যাপ্ত সময় দিতে পারবেন না বলেই তিনি ইস্তফা দিচ্ছেন। টুইটারে তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোরকে লেখা ইস্তফা পত্রটিও যুক্ত করে দিয়েছেন অনুপম। তাতে বিদেশের কাজের কথা লেখা আছে। পাশাপাশি বলা হয়েছে এই সংস্থায় কাজ করার সুযোগ পাওয়া তাঁর কাছে খুবই গর্বের বিষয়। এখন নিউ অ্যামস্টারডাম নামে একটি ধারাবাহিকে দেখা যাচ্ছে অনুপমকে।
www.ndtv.com/bengali