Bengali | Edited By Debanish Achom | Friday June 28, 2019
শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বনেতাদের আহ্বান করলেন সন্ত্রাসবাদ দমন করতে একসঙ্গে কাজ করতে। জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের ওসাকায় এসেছেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন তিনি। বৈঠক হয় জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গেও। এরই ফাঁকে BRICS নেতাদের সঙ্গেও অনানুষ্ঠানিক বৈঠকে বসেন তিনি। জানান, ‘‘সন্ত্রাসবাদ মানবতার সবথেকে বড় বিপদ।’’ এদিকে চিনের বক্তব্য হল, রক্ষণশীলতা ও নির্মমপীড়নই মানবতার সবথেকে বড় বিপদ। চিনের রাষ্ট্রপতি শিনজো আবে সম্মেলনে যোগ দিয়ে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে একথা জানান। শনিবার তিনি ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন বলে জানা গিয়েছে। সকলেের নজর রয়েছে এই বৈঠকের দিকে। বাণিজ্যের ত্রুটি থেকে বিশ্ব অর্থনীতির ক্ষতি হচ্ছে, সে নিয়ে দুই বিশ্বনেতা একমত হন কিনা সেটাই দেখার।
www.ndtv.com/bengali