Bengali | Press Trust of India | Monday July 22, 2019
রাহুল গান্ধি (Rahul Gandhi) সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পরে নতুন কংগ্রেস (Congress) সভাপতি কাকে করা হবে, তা এখনও ঠিক করে উঠতে পারেনি কংগ্রেস। এই অবস্থায় পুমের এক ২৮ বছরের ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার ইচ্ছাপ্রকাশ করলেন ওই পদে আসীন হওয়ার। তাঁর নাম গজানন্দ হোসালে। পুনের এক ফার্ম যার সদর দফতর বেঙ্গালুরু, সেখানে চাকরি করেন তিনি। গজানন্দের ইচ্ছা মঙ্গলবার ২৩ জুলাই তিনি তাঁর শহরের ইউনিট সভাপতি রনেশ বাগওয়ের কাছে আবেদন জমা দেবেন। গজানন্দ জানাচ্ছেন, রাহুল সরে দাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় কংগ্রেস ধন্ধে পড়েছে কাকে নতুন সভাপতি করা যায়। এই পরিস্থিতিতে তিনি মনোনয়ন জমা দিতে চান ওই পদের জন্য।
www.ndtv.com/bengali