Bengali | Edited by Biswadip Dey | Monday February 10, 2020
দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ দক্ষিণ দিল্লির অল গার্লস গার্গী কলেজের Gargi College) মধ্যেই বহিরাগতরা ঢুকে ছাত্রীদের শ্লীলতাহানি করার অভিযোগ ওঠার তিন দিন পর দিল্লির মুথ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানালেন, তাঁর সরকার মেয়েদের প্রতি এমন আচরণ বরদাস্ত করবে না। তিনি দাবি করেন, অভিযুক্তদের কঠোর শাস্তি হবে। অভিযোগ, কলেজ চত্বরে ৩৫ জন মদ্যপ ব্যক্তি ঢুকে পড়ে সেখানকার ছাত্রীদের যৌন হেনস্থা করে। টুইট করে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছন অরবিন্দ কেজরিয়াল। তিনি লেখেন, ‘‘গার্গী কলেজে আমাদের মেয়েদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা অত্যন্ত দুঃখের ও হতাশাজনক। এই ধরনের ব্যবহার বরদাস্ত করা হবে না। কালপ্রিটদের কঠোরতম শাস্তি দেওয়া হবে। এবং আমরা অবশ্যই কলেজের পড়ুয়ারা যাতে নিরাপদ অনুভব করেন তা নিশ্চিত করব।’’
www.ndtv.com/bengali