Bengali | Indo-Asian News Service | Wednesday May 22, 2019
মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান হুঁশিয়ারি দিয়েছেন, ‘‘টিট ফর ট্যাট হবে।’’ এর কয়েক ঘণ্টা আগেই প্রাক্তন এনডিএ সঙ্গী উপেন্দ্র কুশওয়াহা হুমকি দিয়েছিলেন, বিজেপি ও তাদের জোটসঙ্গীরা যদি ভোটযন্ত্রকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায়, তাহলে ‘রক্তারক্তি’ হবে। তারই জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের উপস্থিতিতে এনডিএ জোটের একটি নৈশভোজে পাসোয়ান ওই মন্তব্য করেন। তিনি হিন্দিতে বলেন, ‘‘দেখুন, প্রধানমন্ত্রী কিছুই করেননি। প্রস্তাবেও কিছু নেই। কিন্তু আমরা... ইনিও (রাজনাথ) কিছু করবেন না... কিন্তু আমরা বলতে চাই টিট ফর ট্যাট হবে... বুঝেছেন তো?’’ পাসোয়ান ওই মন্তব্য করেন যখন রাজনাথ সিংহের কাছে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা জানতে চান বিরোধীদের ইভিএম সংক্রান্ত অভিযোগের উত্তরে সরকারের কী প্রতিক্রিয়া এবং ভোটের ফলপ্রকাশের পরে হিংসার সম্ভাবনা কতটা।
www.ndtv.com/bengali