Bengali | Edited by Indrani Halder | Saturday June 13, 2020
ভারত (India) ও চিনের (China) মধ্যে আপাতত শান্তিপূর্ণ পরিস্থিতি (India-China standoff) বিরাজ করছে, শনিবার সকালে এভাবেই দেশবাসীকে আশ্বস্ত করলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে। তিনি (General MM Naravane) বলেন, "চিনের সঙ্গে আমাদের সীমান্তের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, দুই দেশেরই সিনিয়র মিলিটারি কমান্ডারদের মধ্যে একাধিকবার বৈঠক হয়েছে। তার ফলে যে যে বিষয়ে মতবিরোধ ছিল তা আপাতত সমঝোতা করে একটা ফয়সালায় আসা গেছে"।
www.ndtv.com/bengali