Bengali | Edited by Indrani Halder | Tuesday April 21, 2020
করোনা ভাইরাসের (Coronavirus) বিরুদ্ধে যখন গোটা দেশ লড়ছে, তখন করোনা নয়, দীর্ঘ পথ হাঁটার পরিশ্রমই প্রাণ কাড়ল ১২ বছরের এক কিশোরীর। বর্তমানে COVID-19 এর সংক্রমণ রুখতে টানা লকডাউন (Coronavirus Lockdown) জারি করা হয়েছে দেশে।ফলে নিজের বাড়ি থেকে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে আটকে পড়েছেন ওই মেয়েটিও। কোনও উপায় না দেখে ছোট্ট মেয়েটি আরও ১১ জনকে সঙ্গে নিয়ে হাঁটতে শুরু করে তেলেঙ্গানা থেকে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় থাকা তাঁর বাড়ির উদ্দেশে। কিন্তু পথেই মারা যায় জামলো মাকদম নামের ওই কিশোরী।
www.ndtv.com/bengali