Bengali | Edited by Indrani Halder | Tuesday January 21, 2020
এবার মোদি সরকারের রোষানলে পড়বেন আইএমএফের মুখ্য অর্থনীতিবিদ গীতা গোপীনাথ, এমন আশঙ্কার কথাই ব্যক্ত করলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। সোমবারই ভারতীয় অর্থনীতির মন্দা নিয়ে মুখ খুলেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) ওই অর্থনীতিবিদ (Gita Gopinath)। এছাড়াও আইএমএফও ভারতের অর্থনৈতিক বৃদ্ধির পূর্বাভাস ৪.৮ শতাংশে নামিয়ে এনেছে গতকাল (সোমবার)। এরপর কেন্দ্র নিজেদের খামতি ঢাকতে এবং সত্যি কথা চেপে রাখতে উঠে পড়ে লাগবে সেই আন্দাজ করে প্রবীণ ওই কংগ্রেস নেতা (P Chidambaram) মনে করছেন যে চাপ সৃষ্টি করা হতে পারে আইএমএফ সহ গীতা গোপীনাথের উপরেও।
www.ndtv.com/bengali